মাই একাডেমি জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা, ভর্তি এবং সরকারি চাকুরির প্রস্তুতির জন্য অনলাইন শিক্ষা ব্যবস্থা ।
শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সহ সকল জ্ঞান অনুরাগীদের জন্য মাই একাডেমি ।
মিশনঃ
- একটি ডিজিটাল পড়ার টেবিল তৈরির মাধ্যমে অনলাইন inclusive education নিশ্চিত করা ।
- সকল স্কুলকে অনলাইন সংযুক্ত করে আন্ত-স্কুল জ্ঞান বিনিময় সহজ করা।
- মানসিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরী করা “স্পেশাল এডুকেশন প্রোগ্রাম” এর মাধ্যমে অনগ্রসর শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে একই সঙ্গে পড়াশুনার সুযোগ করে দেয়া।
- মান সম্পন্ন শিক্ষা বিনা খরচে, সবসময়, সকল স্থানে এবং সকলের জন্য সহজ লভ্য করা।
- গবেষণার মাধ্যমে পড়াশোনা/প্রস্তুতির জন্য সর্বাধিক resource ব্যবস্থা করা।
- দেশে ও বিদেশে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমের অধীন পড়াশুনার সুযোগ সৃষ্টি করা।
- ভর্তি পরীক্ষা, সরকারি চাকুরী ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুযোগ সৃষ্টি করা।
- একই স্থানে পড়াশুনা সংক্রান্ত যাবতীয় resource/ সকল প্রস্তুতির সুযোগ সৃষ্টি করা।
- ক্রমাগত গবেষণার মাধ্যমে জাতীয় শিক্ষাক্রমের উন্নয়নে অবদান রাখা।
ভিশনঃ
- অনলাইন inclusive education এর জন্য মাই একাডেমিকে centre of excellence হিসাবে প্রতিষ্ঠা করা ।
- সকল সামর্থের শিক্ষার্থীর শিক্ষা এবং প্রতিষ্ঠার প্রয়োজন মেটানোর জন্য মাই একাডেমিকে তৈরি করা ।
- সামাজিক কার্যক্রমের মাধ্যমে বঞ্চিতদের শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করা ।
- শিক্ষা ক্ষেত্রে আই সি টি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা ।
মাই একাডেমির পাঠদান প্রক্রিয়া অত্যন্ত সহজভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়েছে। বিভিন্ন অধ্যায়ের আলোচনা, প্রশ্নত্তোর লেখার ধরণ ইত্যাদি সম্পর্কে বিশদ দৃষ্টিপাত করা হয়েছে। যেমন প্রশ্নের উত্তরগুলোতে বলা আছে – এই প্রশ্নের উত্তরের জন্য পাঠ্য বইয়ের কোন জায়গায় পড়তে হবে এবং পাঠ্য বইয়ের বাইরে কোন জায়গায় এই বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। বিষয় গুলি ভিডিও লেকচারের মাধ্যমে সহজ ভাবে ইন্টারনেট লিঙ্ক সহ উপস্থাপন করা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা নিজের মেধাকে কাজে লাগিয়ে সমস্যা সমাধান করার জন্য উৎসাহিত হয় ।
নিজের চিন্তায় প্রশ্নের উত্তর প্রস্তুত ও সংরক্ষনের ব্যবস্থা আছে। আছে প্রতিটি অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট ও মেধানুক্রমে ফলাফল অর্জনের এবং স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকের ই-মেইলে ফলাফল পাঠানোর সুযোগ।
মানসিক ভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরী করা “স্পেশাল এডুকেশন প্রোগ্রাম” মানসিক ভাবে অনগ্রসর শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে একই digital table এ একই সময় পড়াশোনার সুযোগ করে দেবে।
গবেষণায় দেখা গেছে বর্তমান নৈর্ব্যাক্তিক শিক্ষাপদ্ধতিতে শিক্ষার্থীরা সঠিক উত্তর বাছাইয়ে ২৫% সময় ব্যয় করে আর ৭৫% সময় ব্যয় করে ভুল উত্তরটি আলাদা করতে । যে ৭৫% সময় তাদের কোন কাজেই আসেনা। তাই মাই একাডেমি নৈর্ব্যাক্তিক উত্তরমালা তৈরীতে ব্যবহার করেছে নতুন পদ্ধতি। যেমনঃ
বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে? এই প্রশ্নের বিকল্প উত্তর বিভিন্নভাবে লিখা যায় যেমনঃ
বিকল্প উত্তর-১ |
বিকল্প উত্তর-২ |
(ক) ১৯৫২ (খ) ১৯৬৯ (গ) ১৯৭৫ (ঘ) ১৯৭১ |
(ক) ১৯৭১ (খ) ১৯৭২ (গ) ১৯৭৩ (ঘ) ১৯৭৪ |
খেয়াল করলে দেখা যাবে বিকল্প উত্তর-১ এ ভুল উত্তরগুলোও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সঙ্গে বিভিন্নভাবে সংশ্লিষ্ট অপর দিকে বিকল্প উত্তর-২ এ শুধু একটি উত্তর সঠিক এবং অন্য গুলি অর্থহীন। প্রথম উদাহারণে ভুল উত্তরের মাঝেও শিক্ষার্থীর শিক্ষণীয় বিষয় বিদ্যমান। এভাবেই সকল প্রশ্ন তৈরি করা হয়েছে যাতে সব কিছুই শিক্ষণীয় হয়। প্রতিটি বিকল্প উত্তরের ব্যাখ্যা প্রদান করা হয়েছে যাতে শিক্ষার্থীরা নিজ মেধায় সঠিক উত্তর খুঁজে পায় এবং নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে।
বাস্তব বিষয়ে interactive পদ্ধতিতে standard template/form এ চিঠি, দরখাস্ত, জীবন বৃত্তান্ত লিখার দক্ষতা অর্জনে মাই একাডেমির অত্যাধুনিক পদ্ধতি শিক্ষার্থীর মান উন্নয়নে প্রভূত সহায়ক হবে বলে আমরা নিশ্চিত।
সমগ্র দেশের স্কুল গুলোর মধ্যে সৃষ্টি করা হবে আন্তযোগাযোগ ব্যবস্থা (Nationwide Inter School Connectivity)। এই ব্যবস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এবং শিক্ষকগণ রাজধানী কিংবা দেশের যে কোন প্রথিতযশা স্কুল বা কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে যোগাযোগ তথা জ্ঞানের/মতামতের আদান-প্রদান করতে পারবে। শুধু তাই নয় এখানে শিক্ষার্থীরা পাবে সেসব স্কুল-কলেজের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত পরীক্ষা সমূহের প্রশ্নপত্র এবং নিয়মিত অনুশীলন করার সুযোগ। মাই একাডেমির এই উদ্যোগ দেশে শিক্ষা বৈষম্য দূর করতে সহায়ক হবে বলে আমরা আশা করি ।
পঞ্চম শ্রেণি থেকে শুরু করে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য একটি অনলাইন মডেল টেস্ট পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাগুলোর ফলাফল সমূহ প্রত্যেক শিক্ষার্থী তাৎক্ষণিক দেখতে পাবে যা তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য দৃঢ় মানসিকতা গঠনে সহায়তা করবে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল, মেডিকেলসহ সেনা, নৌ, বিমান বাহিনী, বি.সি.এস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে নির্দেশনা। এ ব্যবস্থায় সকল অঞ্চলের শিক্ষার্থীরাও প্রথম থেকেই তাদের জীবনের লক্ষ্যকে বাস্তবায়ণ করতে যথা সময়ে নিজেদের প্রস্তুত করতে পারবে। তাদের আর কারোর উপর নির্ভর করতে হবেনা।
সাম্প্রতিক সময়ে সরকার ইংরেজিতে শুদ্ধ উচ্চারণ শেখার জন্য মাধ্যমিক পর্যায়ে ২০% নম্বর “শ্রবণ ও বলার” জন্য নির্ধারণ করেছে যা প্রশংসার দাবি রাখে। লক্ষ্য করলে দেখা যায়, আমাদের বাংলা উচ্চারণ শুদ্ধ করার অনেক সুযোগ আছে। এই সমস্যা সমাধানে শিক্ষা ক্ষেত্রে আজ অবধি কোন উদ্যোগ সচরাচর দেখা যায়নি। সে কথা মাথায় রেখেই মাই একাডেমির পোর্টালে বাংলা ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটি গল্প, কবিতা, রচনা ইত্যাদি সঠিক ও শুদ্ধ উচ্চারণে পাঠ ও আবৃত্তি করা আছে যা শিক্ষার্থীকে শুদ্ধ উচ্চারণ শিখতে সাহায্য করবে। এতে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রমের সুফল সবার মাঝে বৈষম্যহীন ভাবে ছড়িয়ে পড়বে। নিজের পাঠ্য পুস্তকের বিষয়গুলোর এমন শৈল্পিক উপস্থাপন শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি এবং পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতে যথেষ্ট ভূমিকা রাখবে।
মাই একাডেমিতে রয়েছে শিক্ষার্থীদের নিজস্ব মেধা এবং সৃজনশীলতার মাধ্যমে পাঠ্য বিষয়ের সারমর্ম অনুযায়ী প্রশ্নত্তোর তৈরী এবং উত্তরের স্বপক্ষে মতামত প্রদানের অবাধ সুবিধা।
বাংলা ও ইংরেজি ব্যাকরণের নিয়ম কানুন মুখস্ত করার পরিবর্তে ব্যাখ্যা, উদাহারন ও interactive অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করার জন্য মাই একাডেমিতে এক নতুন মাত্রা সংযোজিত হয়েছে।
নিজস্ব মতামত প্রদান, কোন বিশেষ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা, গল্প, কবিতা ইত্যাদি সহ সৃজনশীল লেখা প্রকাশের জন্য রয়েছে মাই একাডেমির নিজস্ব “ক্যাম্পাস এবং ম্যাগাজিন” ।
- মাই একাডেমির নিজস্ব গবেষকদল আছে যারা নিয়মিত গবেষণার মাধ্যমে NCTB এর বই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল বিষয় নিয়ে গবেষণা করে বিষয় বস্তু নির্বাচন করে।
- মাই একাডেমি জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে প্রশ্ন/ তথ্য সংগ্রহ করে থাকে।
- শিক্ষার্থী এবং আগ্রহী যে কোন ব্যাক্তির প্রেরিত তথ্য ও মতামত বিশ্লেষণ করে।
অনলাইন: www.myacademybd.com
- interactive digital study table for people of all abilities.
- Inclusive education (general and special education on the same study table).
- বাংলা এবং ইংরেজি বিষয়গুলি সঠিক উচ্চারণে পঠিত
- Vidio lecture
- প্রতিটি প্রশ্নের বিশ্লেষণ ও উত্তরের ব্যাখ্যা।
- একই স্থানে শিক্ষাজীবন ও চাকুরীর জন্য প্রস্তুতির প্রয়োজনীয় তথ্য।
- প্রাথমিক শিক্ষা, জে এসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য সকল প্রশ্ন/তথ্য।
- প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন ভর্তি পরীক্ষা ও সরকারী চাকুরী বা জাতীয় প্রতিষ্ঠানে ভর্তির জন্য পরীক্ষার প্রস্তুতি।
- দেশের সর্ববৃহৎ তথ্য ভাণ্ডার।
- নিয়মিত তথ্য হালনাগাদ করা হয়।
- গবেষণালব্ধ ফল।
- উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রশ্ন/উত্তর/ব্যাখ্যা/টিকা /তথ্য সংগ্রহ ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে তথ্য ভান্ডার তৈরী করা হয়।
- মডেল টেষ্ট এর সুযোগ।
- সকল শিক্ষার্থী কঠিন বিষয়/প্রশ্ন সমূহ সংরক্ষণ করে আলাদা ভাবে পড়ার সুযোগ পায়।
- একজন শিক্ষার্থী নিজের অগ্রগতি personal profile তৈরি করে পর্যালোচনা করতে পারবে।
- মূল পাঠ্য বইয়ের রেফারেন্সসহ অন্যান্য রেফারেন্স ও Internet Link.
- শিক্ষকদের তথ্য ভাণ্ডার।
- অনলাইন সবসময় যে কোন স্থানে যে কোন সময় সহজলভ্য।
- মাই একাডেমিতে নিবন্ধিত একজন শিক্ষার্থী তার মেধা জাতীয় ভাবে প্রতিযোগিতার মাধ্যমে যাচাই করতে পারবে।
- মাই একাডেমির campus ও magazine এ লিখার মাধ্যমে সৃজনশীল কাজের সুযোগ।
- International tests for higher studies.
অন্যান্য সেবা:
- হাতের লেখা সুন্দর ও দ্রুত গতির কোর্স।
- অত্যন্ত যোগ্যতা সম্পন্ন Professional House Tutor এর ব্যবস্থা।
- Professional CV writing.
যে কেউ যে কোন সময় মাই একাডেমিতে প্রশ্নপত্র তৈরি করে পাঠাতে পারেন। প্রশ্নগুলো মান নিয়ন্ত্রণ কমিটি কর্তৃক অনুমোদনের পর উপযুক্ত পারিশ্রমিকে ক্রয় করা হবে।
- দরিদ্র স্কুল ছাত্র/ছাত্রীদের দুপুরের খাবারের ব্যবস্থা: শিক্ষার্থীদেরকে স্কুলে রাখার জন্য দরিদ্র স্কুল গুলোতে পুষ্টিমান সম্পন্ন দুপুরের খাবার সরবরাহ ।
- বৃত্তি: দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের পড়াশুনা অব্যাহত রাখার জন্য বৃত্তি প্রদান ।
- শীত বস্ত্র বিতরণ: শীতের সময় দরিদ্র অঞ্চলের শিক্ষার্থীগণ শীত বস্ত্রের অভাবে স্কুলে আসতে পারে না ও অনেক শিশু মৃত্যুবরণ করে। সেই সব শিশুদের স্কুলে যাবার জন্য শীত বস্ত্র বিতরণ ।
- বিনামূল্যে বিশেষ শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
News & Events
-
ইউরোপে পড়ার সুযোগ
ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়, এমন দেশের শিক্ষার্থীদের জন্য মামাসেলফ স্নাতকোত্তর বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। ইরাসমাস মুন্দাস বৃত্তির কাঠামোয় এই বৃত্তি দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে ও ভালো ফলাফল করা সেরা শিক্ষার্থীদের। এই বৃত্তির আওতায় ভ্রমণ, আবাসন ব্যয়সহ ইউরোপে পড়ার খরচ বহন করা হবে।
বৃত্তির জন্য আবেদন করা যাবে ২০১৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত।
বিস্তারিত: www.mamaself.eu/students-grants#section-1
-
বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং সামিটের নিবন্ধন চলছে
আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজন করছে ‘বুয়েট-আনোয়ার ইস্পাত প্রথম বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং সামিট’। এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার নিবন্ধন চলছে।
নিবন্ধনের শেষ সময় ২৯ অক্টোবর।
বিস্তারিত: www.cesummitbd.com/competitions/
Available Courses
নবম - দশম শ্রেণি / SSC
পঞ্চম শ্রেণি / PEC
Coming Courses
- ষষ্ঠ শ্রেণি (সকল বিষয়)
- সপ্তম শ্রেণি (সকল বিষয়)
- অষ্টম শ্রেণি (সকল বিষয়)
- একাদশ- দ্বাদশ শ্রেণি
- Special Education Programme