logo

জাতীয় পাঠ্যক্রম ভিত্তিক

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শ্রেষ্ঠ অনলাইন পড়াশুনা

অন্যান্য শ্রেণি ও বিষয়

নবম-দশম শ্রেণি শ্রেণি : গণিত

বাস্তব সংখ্যা (Real Number ) :

সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে । যেমন, 0,pm1,pm2,sqrt3sqrt11, 3.444,7.777  ইত্যাদি ।

স্বাভাবিক সংখ্যা ( Natural Number ) :

1,2,3,4 ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে । স্বাভাবিক সংখ্যা দুই প্রকারঃ 

১) মৌলিক সংখাঃ যে সকল স্বাভাবিক সংখ্যা এক অথবা সে নিজে বাদে র অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যদি ভাগ করা হয় তাহলে ভাগফল একটি ভাগ্নাংশ সংখ্যা হয় তাঁকে মৌলিক সংখ্যা বলে । যেমন, 2,3,5,7

২) যৌগিক সংখ্যাঃ যে সকল সংখ্যার কয়েকটি ভাগফল রয়েছে যারা পূর্ণ সংখ্যা তাঁকে স্বাভাবিক সংখ্যা বলে ।

( বি দ্রঃ শূন্যসহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে ) 

ভগ্নাংশ সংখ্যা ( Fractional Number ) :

 frac{p}{q} আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে । যেখানে p,q সহমৌলিক এবং q
e 0 or 1 . যেমন , frac{1}{2},frac{-3}{2},frac{11}{5} ইত্যাদি । 

মূলদ সংখ্যা ( Rational Number) :

যেসকল সংখ্যাকে frac{p}{q} আকারে প্রকাশ করা যায় যেখানে p,q  পূর্ণ সংখ্যা এবং q
e0 তাঁকে মূলদ সংখ্যা বলে । যেমন, frac{3}{1},frac{11}{2}=5.5 ,frac{3}{2} ইত্যাদি মূলদ সংখ্যা । মূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় । 

অমূলদ সংখ্যা ( Irrational Number ) :

যে সকল সংখ্যাকে frac{p}{q} আকারে প্রকাশ করা যায় না , যেখানে p,q পূর্ণ সংখ্যা এবং q
e0 তাঁকে অমূলদ সংখ্যা বলে । পূর্ণবর্গ নয় এরূপ যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা । যেমন, sqrt2,sqrt5 ইত্যাদি । অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না । 

ধনাত্মক সংখ্যা ( Positive Number ):

শুন্য অপেক্ষা বড় সকল স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে । যেমন, 1,2,3,4 ইত্যাদি । 

ঋণাত্মক সংখ্যা ( Negative Number ) :

শুন্য অপেক্ষা ছোট সকল স্বাভাবিক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে । যেমন -1,-2,-3,-1.333 ইত্যাদি 

অঋণাত্মক সংখ্যা (Non Negative Number ):

এটা মানে ধনাত্মক সংখ্যা না, শুন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে।

বিস্তারিত প্র্যাকটিস করুন

সকল ডিজিটাল বই

পঞ্চম শ্রেণি
নবম-দশম শ্রেণি
একাদশ-দ্বাদশ শ্রেণি
বাংলা রচনা / ভাবসম্প্রসারণ ...
Essay / Compositions / Paragraph
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি
বি সি এস