logo

জাতীয় পাঠ্যক্রম ভিত্তিক

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শ্রেষ্ঠ অনলাইন পড়াশুনা

অন্যান্য শ্রেণি ও বিষয়

পঞ্চম শ্রেণি : আমার বাংলা বই

uddipok-1

আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। আমরা বাংলাদেশের বাঙালি। তার মানে বাঙালি আরও কোথাও আছে নাকি? নিশ্চয়ই আছে। আমাদের এক্কেবারে পাশে-ধর, তুমি চট্টগ্রাম বা সিলেটগামী ট্রেনে চড়ে আখাওড়া বেড়াতে গেলে। এই আখাওড়া স্টেশন থেকে নেমে চার/পাঁচ কিলোমিটার পথ পেরুলেই পেয়ে যাবে সীমান্ত, অর্থাৎ যেখানটায় বাংলাদেশ আর ভারতের সীমানা দু-দিক থেকে এসে মিলেছে। ঐ সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার লোকজনও বাঙালি, সকলেই বাংলায় কথা বলে। তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও, দেখতে পাবে আর নানা ধরনের মানুষের বসবাস সেখানে। তারা নিজ নিজ ভাষায় কথা বলে।  

অনুচ্ছেদ ১

আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। আমরা বাংলাদেশের বাঙালি। তার মানে বাঙালি আরও কোথাও আছে নাকি? নিশ্চয়ই আছে। আমাদের এক্কেবারে পাশে-ধর, তুমি চট্টগ্রাম বা সিলেটগামী ট্রেনে চড়ে আখাউড়া বেড়াতে গেলে। এই আখাউড়া স্টেশন থেকে নেমে চার/পাঁচ কিলোমিটার পথ পেরুলেই পেয়ে যাবে সীমান্ত, অর্থাৎ যেখানটায় বাংলাদেশ আর ভারতের সীমানা দু-দিক থেকে এসে মিলেছে। ঐ সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার লোকজনও বাঙালি, সকলেই বাংলায় কথা বলে। তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও, দেখতে পাবে আর নানা ধরনের মানুষের বসবাস সেখানে। তারা নিজ নিজ ভাষায় কথা বলে।   

 

এই দেশ এই মানুষ অনুচ্ছেদ ২

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও আছে - চাকমা, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি। এদের ভাষা এদের নিজেদের। দৈনন্দিন জীবনযাপন, আনন্দ-উৎসব তাদের নিজেদের। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। কোনো দেশে যদি নানান ধরনের নানান জাতির মানুষ থাকে তখন সে দেশের সুখ্যাতি হয়। আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে। এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে।

 

এই দেশ এই মানুষ অনুচ্ছেদ ২

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও আছে Ñ চাকমা, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি। এদের ভাষা এদের নিজেদের। দৈনন্দিন জীবনযাপন, আনন্দ-উৎসব তাদের নিজেদের। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। কোনো দেশে যদি নানান ধরনের নানান জাতির মানুষ থাকে তখন সে দেশের সুখ্যাতি হয়। আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে। এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে।

 

উদ্দিপক ২

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও আছে - চাকমা, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি। এদের ভাষা এদের নিজেদের। দৈনন্দিন জীবনযাপন, আনন্দ-উৎসব তাদের নিজেদের। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। কোনো দেশে যদি নানান ধরনের নানান জাতির মানুষ থাকে তখন সে দেশের সুখ্যাতি হয়। আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে। এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে।

এই দেশ এই মানুষ অনুচ্ছেদ ৩

বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিসে-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ। ভাবতো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপন জন। এভাবেই তো সবাইকে নিয়ে আমরা আনন্দে আছি। এক ধরনের আনন্দ হচ্ছে নানা ধরনের উৎসব নিয়ে। মুসলমানদের দুটো ঈদ রয়েছে, রয়েছে মর্হরম। হিন্দুদের দুর্গা পূজাসহ এত উৎসব আছে যে, ‘বারো মাসে তের পার্বণ’ লেগেই থাকে। বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে, তাছাড়া ২৫শে ডিসেম্বর, মানে ‘বড় দিন’। এর সবই তো আমরা উদ্যাপন করি।

 

অনুচ্ছেদ ৪

পোশাকআশাকও কত ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়-সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। আরেকটা মিল আছে-অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী। বাংলা ভাষার বাইরে অন্য ভাষার মানুষও কমবেশি আছে বাংলাদেশে। গারোদের নিজস্ব ভাষা আছে, আছে চাকমা, ত্রিপুরা বা সাঁওতালদেরও। বাংলাদেশ যেন একটা বড় বাগান। বাগানে কত রকমের গাছপালা-বড় গাছ, ছোট গাছ। কোনো গাছে ফুল ফোটে, কোনো গাছে ঝুলন্ত ফল বাতাসে দোল খায়। বাংলাদেশও সেই রকম। নানা ধরনের মানুষ, নানা ধরনের পেশা। 

 

biram

 যতির প্রকরণ

ক. সমাপ্তিনির্দেশক যতি
দাঁড়ি, প্রশ্নযতি ও আবেগযতিকে সমাপ্তিনির্দেশক যতি বলে। এরা পুরো বিরতিতে বাক্যের শেষে বসে।
      বাংলা                ইংরেজি          চিহ্ন           নিয়ম ও অবস্থান           নমুনা
১. দাঁড়ি /পূর্ণযতি          ফুলস্টপ   (.)       ।           পূর্ণবাক্যের শেষে বসে।        সে ভালো ছেলে।

                                                                   বাক্য থেকে দূরে বসে না।
২. প্রশ্নযতি /জিজ্ঞাসাযতি    কোশ্চেন মার্ক    ?        প্রশ্ন করতে শেষে বসে।        তোমার নাম কী?

                                                                   বাক্য থেকে দূরে বসে না।    
৩. আবেগযতি                এক্সক্লামেটরি মার্ক   !      আবেগশব্দে শেষে বসে।       বাহ! কী সুন্দর দৃশ্য। 
                                                                   আবেগবাক্যের শেষে বসে।   দৃশ্যটি কত চমৎকার!
                                                                   বাক্য থেকে দূরে বসে না।   

খ. শব্দ, খণ্ডবাক্য ও বাক্য পৃথকিকরণ যতি
শব্দযতি, বাক্যযতি, শব্দযোজক যতি, নমুনাযতি, নমুনাযোজক যতি, ঊর্র্ধ্বযতি, বর্ণলোপ যতি, বিকল্পযতি, বিন্দু, বন্ধনি’—এরা শব্দ, বাক্য ও খণ্ডবাক্যকে পৃথক করে বলে এদের শব্দ, খণ্ডবাক্য ও বাক্য পৃথকিকরণ যতি বলে।
       বাংলা                ইংরেজি          চিহ্ন           নিয়ম ও অবস্থান           নমুনা
৪. শব্দযতি                      কমা               ,         একইজাতীয় একাধিক শব্দ    মালেক, সোহাগ, হাসান ভালো বন্ধু। 

                                                             বা শব্দগুচ্ছের পরে বসে।      বন্ধু চাও, বন্ধু পাবে ভালো ব্যবহার।

৫. বাক্যযতি               সেমিকোলন           ;         দুটি বাক্যকে জুড়া দিতে        বাংলাদেশের উপর দিয়ে বহু নদী বয়ে 

                                                                    তাদের মাঝে বসে।             গেছে; নদীগুলো দেখতে মনোরম।
৬. শব্দযোজক               হাইফেন             -          সমাসজাতীয় শব্দ যুক্ত         আমাদের প্রীতি-উপহার নিও।

                                                                   করতে মাঝে বসে।  
৭. নমুনাযতি                 কোলন              :         মাক্যের মাঝে নমুনা              যেমন : ছাগল, গরু ও ঘোড়া।

                                                                   দিতে বসে।                         সিদ্ধান্ত হলো : সে সভাপতি হবে।
৮. নমুনাযোজক             ড্যাশ              —         জটিল/যৌগিক বাক্যকে         তুমি আসো—তোমার উপকার 

                                                                   সংযুক্ত করতে বা শব্দের        হবে—অপকার হবে না।

                                                                  নমুনা হিসিবে মাঝে বা শেষে বসে।      

                                                                                                            
৯. ঊর্র্ধ্বযতি/উদ্ধৃতি    কোটেশন মার্ক      ‘ ’ “ ”     শব্দ বা বাক্যের দুই পাশে বসে।  ‘ ঝিঙেফুল’ ছোটদের মৎকার ছড়ার বই।

                                                                                                           ইমরান বলল, ‘সে প্রথম হয়েছে।’
১০. বর্ণলোপ  যতি    ইলেক মার্ক এ্যাপস্ট্রফি    ’    যে স্থানে বর্ণ লোপ পায় সেই        তোমার ’পরে/উপরে ঠেকাই মাথা।

                                                               স্থানে উল্টো হয়ে বসে।    
১১. বিকল্পযতি          অবলিগ                   /    ‘বিকল্প বা অথবা’ হিসেবে             মন অর্থ আত্মা/হৃদয়।

                                                                শব্দদ্বয়ের মাঝে বসে।     

১২. বিন্দু                    ডট                     ...    ক্রমিক সংখ্যার পরে বসে।           ১. যতির ব্যবহার।ড. শহীদুল্লাহ

                                                                সংক্ষিপ্ত শব্দের পরে বসে।             হাজার বছর ধরে...

                                                                অসমাপ্ত কথার পরে তিনটি বসে।  
১৩. বন্ধনি                ব্রাকেট             (){} [ ]   ব্যাখ্যা দিতে শব্দ বা বাক্যের          তিনি চাটগাঁয় (চট্টগ্রাম) বাস করতেন।

                                                                দুইপাশে বসে।    

গ. উৎপত্তি, গুরুত্ব ও আলংকারিক যতি
     বাংলা                ইংরেজি          চিহ্ন           নিয়ম ও অবস্থান                       নমুনা
১৪. ধাতুযতি              রুটওভার           √           ক্রিয়াজাতীয় শব্দের আগে বসে।       √চল+অন্ত=চলন্ত
১৫. উৎসযতি                                   <  >        শব্দের উৎপত্তি বুঝাতে বসে।            মস্তক>মাথা, মাথা<মস্তক
১৬. সমযতি               ইজিকালটু           =           সমান সমান বুঝাতে বসে।              ২+২=৪  
১৭. তারকাযতি            স্টারমার্ক           *            গুরুত্ব বুঝাতে বসে।                    *বিজয় দিবস (রচনাটি গুরুত্বপূণ)
১৮. অনুচ্ছেদ যতি        হ্যাস/প্যারামার্ক    #           লিস্ট বা প্যারার প্রথমে বসে।         # একজোড়া জুতা
১৯. তিরযতি               এ্যারো              →          কিছু নির্দেশ করতে প্রথমে বসে।       → দিয়ে যাও।
২০. অনুপাত যতি                               %           অনুপাত বুঝাতে পরে বসে।            মাথাপিছু আপ ৬০%

অনুচ্ছেদ ৫

বাংলাদেশের জনজীবন তাই ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের বেলাভূমি। আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়াতে যাওয়া, বন্ধু-বান্ধবদের বাড়িতে কয়েক দিন কাটিয়ে আসা-এভাবেও কত কিছু দেখা যায়। মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে। মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালবাসা জন্মাবে।
দেশকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। 

এই দেশ এই মানুষ অনুচ্ছেদ ৫

বাংলাদেশের জনজীবন তাই ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের বেলাভূমি। আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়াতে যাওয়া, বন্ধু-বান্ধবদের বাড়িতে কয়েক দিন কাটিয়ে আসা-এভাবেও কত কিছু দেখা যায়। মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে। মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালবাসা জন্মাবে।
দেশকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।

ক্রিয়াপদ

ক্রিয়াপদের চলতিরুপ সম্পর্কিত তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

More Details...

ক্রিয়াপদের চলতিরুপ সম্পর্কিত তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

যুক্তবর্ণ

যুক্তবর্ণ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

More Details...

যুক্তবর্ণ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

বাক্য শুদ্ধকরণ

বাক্য শুদ্ধকরণ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

More Details...

বাক্য শুদ্ধকরণ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

বিপরীত শব্দ

বিপরীত শব্দ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

More Details...

বিপরীত শব্দ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

শব্দার্থ

শব্দার্থ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

More Details...

শব্দার্থ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

এক কথায় প্রকাশ

এক কথায় প্রকাশ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

More Details...

এক কথায় প্রকাশ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

সমার্থক শব্দ

সমার্থক শব্দ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

More Details...

সমার্থক শব্দ সম্পর্কিত সকল তথ্য PDF হিসেবে সংযুক্ত করা রয়েছে।

বিস্তারিত প্র্যাকটিস করুন

সকল ডিজিটাল বই

পঞ্চম শ্রেণি
নবম-দশম শ্রেণি
একাদশ-দ্বাদশ শ্রেণি
বাংলা রচনা / ভাবসম্প্রসারণ ...
Essay / Compositions / Paragraph
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি
বি সি এস